রাজনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ০১, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দবার্টিতে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক মিলন বখত।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রেজাউল করিম সোহেল, সাধারণ সম্পাদক আকমল হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফাহাদুর রহমান ফুয়াদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এফএইচ/আরআর-০৭