ফুলে ফুলে সাজবে মৌলভীবাজার শহর

মৌলভীবাজার প্রতিনিধি


আগস্ট ৩১, ২০২১
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ৩১, ২০২১
০৯:১৪ অপরাহ্ন



ফুলে ফুলে সাজবে মৌলভীবাজার শহর

মৌলভীবাজার শহরকে ফুলেল শহরে রূপান্তরিত করার লক্ষ্যে মাসব্যাপী ফুলগাছ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে পৌরসভা।

মঙ্গলবার (৩১ আগস্ট) পৌর মেয়র চত্বরের পুকুরের পাড়ে বিলুপ্ত প্রজাতির ফুলের গাছ ভেরিগেটেড কাঞ্চন লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

পৌর মেয়র ফজলুর রহমান সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিএমএ মৌলভীবাজার ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, কানাডা প্রবাসী নূরুর রহমান তরফদার ও বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মোসাহিদ আহমদ চুন্নু।

এ সময় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও আইনিউজের সম্পাদক হাসনাত কামাল। আরও বক্তব্য দেন, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, ভয়েজ অব মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বকশি মিসবাহ উর রহমান ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

এ সময় মেয়র ফজলুর রহমান বলেন, শহরের কোর্ট রোডজুড়ে ফুলগাছ লাগানো হবে। এর মধ্যে রয়েছে নাগলিঙ্গম, রাজ অশোক, রক্তরাগ, রুদ্রাক্ষ, পারুল, অশোক, গোল্ডেন ট্রাম্পেট, পার্সিয়ান জুই, ভেরিগেটেড শিমুলসহ নানা জাতের ফুল। এর মধ্যে অনেক গাছ বিরল, আবার কোনোটা আমাদের দেশে বিলুপ্তির পথে। আছে বিদেশি অসম্ভব সুন্দর ফুলও। এর মধ্যে আছে অনেক বিরল জাতের ফুল গাছ।

মেয়র আরও বলেন, গাছগুলো পৌরসভার পুকুরের চারপাশ ও পৌর পার্ক, জেলা পরিষদ প্রাঙ্গণ, শহিদমিনার প্রাঙ্গণ, ওয়াপদা এলাকা, সড়ক ও জনপথ এলাকাসহ রাস্তার দুইপাশে যেসব খালি জায়গা আছে সেখানে লাগানো হবে।

যেসব ফুল গাছ লাগানো হচ্ছে সেগুলো হলো- ডম্বিয়া, হলুদ কামিনী, এঞ্জেল ট্রাম্পেট, লাল কদম, সারবেরা, গোল্ডেন শাওয়ার, গোল্ডেন ট্রাম্পেট, রুদ্রাক্ষ, সিলভার ওক, অশোক, রন্ডেলসিয়া, অস্ট্রেলিয়ান টগর, লাল ফুরুস, ব্রায়া, থাই ক্যাশিয়া, হলুদ কাঞ্চন, হলুদ টেবেবুইয়া, টেবেবুইয়া রোজিয়া, ব্রাউনিয়া, সিলভার কুইন, ভেরিগেটেড কাঞ্চন, বাটারফ্লাই পি ট্রি, থাই কাঞ্চন, লাল কাঞ্চন, জেসমিন ট্রি, রুদ্র পলাশ, সরস্বতী চাঁপা, টেকমা হলুদ, টেকমা পিংক, বাওবাব ৫, পাদাউক, গোল্ডেন পেন্ডা, কর্ডিয়া ও ভেরিগেটেড শিমুল।

ফুলেল শহর কার্যক্রমে একটি টিম কাজ করে যাচ্ছে। সেই টিমে আছেন ডা. এম এ আহাদ, অধ্যাপক আব্দুল খালিক, নূরুর রহমান তরফদার, সংবাদিক আকমল হোসেন নিপু, সাংবাদিক হাসনাত কামাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকতা-কর্মচারীরা।

নূরুর রহমান তরফদার বলেন, ফুল লাগানোর জন্য প্রতিবছর সুদূর কানাডা থেকে দেশে ছুটে আসি। এই শহরটা ফুলে ফুলে সাজুক এটাই আমার চাওয়া। এ কাজে এগিয়ে এসেছেন আমাদের মেয়র।


এসএইচ/আরআর-০৯