কমলগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৩, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের ভজন টিলা থেকে ক্রয়-বিক্রয় করার সময় ২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজী ও উপ-পরিদর্শক সোহেল আহমদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভজন টিলা এলাকার আপন আনালের ঘর থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- আপন আনাল (৪০), কার্তিক প্রকাশ শিমু (৪৮) ও গনেশ (৪১)। তারা সবাই শমশেরনগর চা-বাগানের বাসিন্দা।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ লিটার মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে চোলাই মদের ব্যবসা করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে তাদেরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত মৌলভীবাজার জেলা গড়ে তুলতে এমন অভিযান অব্যাহত থাকবে।
এসডি/আরআর-০৮