শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে ৫২ লক্ষ টাকার চেক বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি


সেপ্টেম্বর ০৫, ২০২১
০৫:০৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
০৫:০৫ অপরাহ্ন



শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে ৫২ লক্ষ টাকার চেক বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিববর্ষ উপলক্ষে চা শ্রমিকদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্গত জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় চা শ্রমিকদের মাঝে নগদ অর্থ সহায়তার এসব চেক বিতরণ করা হয়।

সমাজসেবা কার্যালয় শ্রীমঙ্গল এর আয়োজনে রবিবার (৫ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলার সাতগাঁও  ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে চেক তুলে দেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। 

উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইল চা বাগান, ইছামতি, মাঝরড়ি ছড়া, সাতগাঁও, গাঙ্গিছড়া, ও হুগলিছড়া চা বাগানের ১ হাজার ৪২ জন চা শ্রমিকের হাতে পাঁচহাজার টাকা করে মোট ৫২ লক্ষ ১০ হাজার টাকার চেক তুলে দেন আব্দুস শহীদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, সাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মিলন শীল,  ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সীতারাম অলমিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের নিজের পরিবারের মানুষ মনে করতেন। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও সবসময় তাদের কথা ভাবেন। তাই দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নগদ অর্থ প্রধান, উন্নত টেকসই বাড়ি, এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য প্রতিটি বাগানে সরকারি স্কুলের ব্যবস্থা করে দিয়েছেন।

জি কে/বি এন-১০