বড়লেখায় আ.লীগের দলীয় কার্যালয় উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি


সেপ্টেম্বর ১১, ২০২১
০৮:১৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
০৮:১৫ অপরাহ্ন



বড়লেখায় আ.লীগের দলীয় কার্যালয় উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বড়লেখা পৌর সুপার মার্কেটে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রণয় কুমার দে ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে বড়লেখা পৌরসভার উদ্যোগে পৌরশহরে ৫ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচির সমাপ্তি উপলক্ষে স্থানীয় বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, বনভূমি ও বন্যপ্রাণী রক্ষার জন্যই জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে। জুড়ী উপজেলাবাসী ঐক্যবদ্ধ থাকলেও এ বিষয়ে কেউ কেউ অপপ্রচারে লিপ্ত রয়েছে। কোনো অপপ্রচারই জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে মন্ত্রী একটি বৃক্ষের চারা রোপণ করে পৌরসভার বৃক্ষের চারা রোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।  


এজে/আরআর-০৮