বড়লেখা প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২১
০৯:১২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
০৯:২৩ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পৌরশহরের বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ভোটগ্রহণ চলে। ভোটগণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে আনারস প্রতীকে লাল মিয়া ১৭২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আহিদ ছাতা প্রতীকে পেয়েছেন ১৩৬৬ ভোট ও আবুল হোসেন চেয়ার প্রতীকে পেয়েছেন ২৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মই প্রতীকে আব্দুল মতিন ১৮৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসাইন ইকবাল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১২৯৬ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে সাইকেল প্রতীকে আব্দুল কাদির ১৪৮২ ভোট, সহসম্পাদক পদে হরিণ প্রতীকে জয়নাল আহমদ ১৩৩৮ ভোট, সহসাংগঠনিক সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকে বদরুল ইসলাম ১৫৭৬ ভোট, কোষাধ্যক্ষ পদে পাঞ্জাবি প্রতীকে সবুজ আহমদ সেবুল ১৫৮৮ ভোট, দপ্তর সম্পাদক পদে মাছ প্রতীকে রিপন আহমদ মামুন ১৫৮০ ভোট, প্রচার সম্পাদক পদে গোলপফুল প্রতীকে ফয়ছল আহমদ ১৪৪৩ ভোট, লাইন সম্পাদক পদে মাইক প্রতীকে জাবেদ আহমদ ১২১৭ ভোট, কার্যকরি সদস্য পদে বালতি প্রতীকে জাহিদ হাসান ১৩০৭ ভোট, ফুটবল প্রতীকে আব্দুল জব্বার ১০৫০ ভোট ও হাঁস প্রতীকে শিপুল ইসলাম ৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সুমন আহমদ নির্বাচিত হয়েছেন।
এ.জে/বি এন-১০