বড়লেখা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২১
১২:২০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
১২:২১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় ৫টি জ্বালানি তেলের দোকানসহ ৭ জনকে ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজন পরিমাপে কারচুপি এবং স্বাস্থ্যবিধি না মানায় এ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) পরিদর্শক সুমন সাহা ও বড়লেখা থানার এসআই শহিদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে উপজেলার কাঠালতলী বাজারে সোনার বাংলা ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা, মান্নান অ্যান্ড ডটার্সকে ১ হাজার টাকা, রতুলী বাজারে ইসমাইল-জাওয়ার অ্যান্ড সন্সকে ৩ হাজার টাকা, আজিমগঞ্জ বাজারে জুঁই পেট্রোলিয়ামকে ২০ হাজার টাকা, খলিল পেট্রোলিয়ামকে ৩০ হাজার, পরিমাপে কম দেওয়ায় এক পোল্ট্রি ব্যবসায়ীকে ৫০০ টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় এক পথচারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এজে/আরআর-০৬