মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি


সেপ্টেম্বর ২৫, ২০২১
০৭:৪৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২১
০৭:৪৮ অপরাহ্ন



মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাব্বির আহমেদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কাজিরগাঁও এলাকার নিজ বাসায় ফ্যানের সুইচ অন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।

নিহত ছাব্বির মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র। সে শহরের কাজিরগাঁও এলাকার আয়ুব আলীর ছেলে। তাদের স্থায়ী বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে।

ছাব্বিরের বাবা আয়ুব আলী বলেন, স্কুল থেকে বিকেল আনুমানিক ৩টায় বাসায় আসে ছাব্বির। বাসায় এসে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তখন বাসায় কেউ ছিল না। হঠাৎ তার মা এসে ফ্যানের সুইচ অফ করতেই সে মাটিতে পড়ে যায়। এরপর তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, ফ্যানের সুইচ দিতে গিয়ে মারা গেছে ছাব্বির। তার মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


এসএইচ/আরআর-০৫