রাজনগরে সংঘর্ষে আহত ৬

রাজনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ২৬, ২০২১
০৭:৫৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২১
০৯:৩৯ অপরাহ্ন



রাজনগরে সংঘর্ষে আহত ৬

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পাঁচগাও ইউনিয়নের দুই ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মধুর দোকান বাজারে ব্যাবসায়ী দেওয়ান আহমেদ ও ব্যবসায়ী আসুক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নিলে দেওয়ান আহমেদ ও আসুক মিয়ার অনুসারীরা হামলা চালালে উভয় পক্ষের ৬ জন আহত হয়।

আহতদের মধ্যে দেওয়ান আহমেদ ও চুনু মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের  রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদ উদ্দীন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ রাজনগর থানায় লিখিত অভিযোগ করেনি তবে বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন আছে।

এস এফ/বি এন-০৫