সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২১
০৫:৫৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২১
০৫:৫৯ অপরাহ্ন
রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রতারণা ও সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় মামলাটি করেন।
এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে মুফতি ইব্রাহীমকে আটক করে ডিবির একটি দল।
আরসি-০৭