সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন
করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোসহ সরকার ও প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে ফেসবুক ইউটিউবে বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি কাজী মো. ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ আদেশ দেন। এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবির সাইবার ইউনিটের উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান।
আসামিপক্ষে আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চান। শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৭ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এরপর ২৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১/৩৫ ধারায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। সে মামলায় তার এ রিমান্ড আবেদন করা হয়। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা হয়েছে।
বিএ-০৪