রাজনগর প্রতিনিধি
অক্টোবর ০১, ২০২১
০৬:২৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০১, ২০২১
০৬:৩৮ অপরাহ্ন
জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল
"আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো”।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উক্ত দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী ।
মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেআরা তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার চক্রবর্তী ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাব গুলের শতাধিক কন্যা শিশু ছাড়াও ক্লাবের সংগীত ও কবিতা আবৃত্তি শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
আলোচনা সভার পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে কন্যা শিশুরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।
এস এফ/বি এন-০১