২ বছরেও পূর্ণাঙ্গ হয়নি কুলাউড়া উপজেলা আ’লীগের কমিটি

কুলাউড়া প্রতিনিধি


অক্টোবর ০১, ২০২১
০৯:১০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০১, ২০২১
০৯:১৫ অপরাহ্ন



২ বছরেও পূর্ণাঙ্গ হয়নি কুলাউড়া উপজেলা আ’লীগের কমিটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের ২ বছর অতিবাহিত হলেও ঘোষণা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। ফলে দলীয় কর্মকান্ড পালিত হচ্ছে দায়সারাভাবে। হতাশা ও ক্ষোভ নেতাকর্মীদের মধ্যে চরম আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতির জন্য জেলা নেতাদের দায়ী করছেন তৃণমুল নেতারা।

২০১৯ সালের ১০ নভেম্বর কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সিনিয়র সহ-সভাপতি হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ও সাধারণ সম্পাদক হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। 

সম্মেলনের ২ বছর অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় হতাশ নেতাকর্মীরা। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নির্বাচনে তার একটা প্রভাব পড়বে।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম জানান, পূর্ণাঙ্গ কমিটি তালিকা পাঠানো হয়েছে। খুব শীগ্রই তা প্রকাশিত হবে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের পছন্দমত কমিটি জমা দিয়েছেন। আমি কিছু জানি না। তবে জেলা নেতৃবৃন্দ আমাকে আশ্বস্ত করেছেন গ্রহণযোগ্য কমিটি দেয়া হবে।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান জানান, কমিটি গঠন নিয়ে কেন্দ্রে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে নির্দেশনা পেলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এতদিন করোনার কারণে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। 

জে এইচ/বি এন-০৮