শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বাবলুর মরদেহ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০২, ২০২১
০৪:৪৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২১
০৫:২৩ অপরাহ্ন



শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বাবলুর মরদেহ
দুপুরে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে রাখা হবে বাবলুর মরদেহ

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সা‌বেক মন্ত্রী ও ডাকসুর সা‌বেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সমাহিত করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী আজ শনিবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

খন্দকার দেলোয়ার বলেন, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজা বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে তাঁকে। এর আগে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে রাখা হবে তাঁর মরদেহ।

করোনা সংক্রমণে শনিবার (২ অক্টোবর) সকাল সোয়া ৯টায় রাজধানীর শ্যামলীতে বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আগে থেকেই অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন এই সাবেক ছাত্রনেতা। করোনা শনাক্তের পর তাঁর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরসি-০৯