মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: দুই আসামি ৩ দিনের রিমান্ডে

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৩, ২০২১
০৫:০৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২১
০৫:০৬ অপরাহ্ন



মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: দুই আসামি ৩ দিনের রিমান্ডে

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নিপীড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (৩ অক্টোবর) বেলা পৌনে ১২টায় কক্সবাজার তামান্না ফারাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

যে দুই আসামির রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন মোহাম্মদ সলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম (৩৩) এবং শওকত উল্লাহ (২৩)। তারা দুইজনই রোহিঙ্গা।

কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রিমান্ড আবেদন শেষে শনিবার সন্ধ্যায় মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে উখিয়া থানায় দায়েরকৃত মামলায় (নম্বর-১২৬) তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

আরসি-০৪