বড়লেখা প্রতিনিধি
অক্টোবর ০৩, ২০২১
০৯:০১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২১
০৯:১২ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় জমি থেকে মাটি কেটে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে আব্দুল মুকিদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৩ অক্টোবর) সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি রাস্তার পাশেই আব্দুল মুকিদের একটি জমি আছে। সেই জমি থেকে তিনি মাটি কেটে অন্যত্র নিচ্ছিলেন। এতে সরকারি রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
খবর পেয়ে রবিবার (০৩ অক্টোবর) সকালে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
এ সময় তিনি মাটি কাটার সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুল মুকিতকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জরিমানার সত্যতা নিশ্চিত করে রবিবার বিকেলে বলেন, যারা পাহাড়-টিলা বা সরকারি জায়গা থেকে মাটি কেটে পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ জে/বি এন-০৯