বড়লেখা প্রতিনিধি
অক্টোবর ০৩, ২০২১
০৯:০৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২১
০৯:১৮ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে যাতায়াতের একটি রাস্তার ইট তুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারি লোকজন ভোগান্তিতে পড়েছেন।
এ ব্যাপারে গাংকুল এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ চন্দ্র পাল গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে একটি রাস্তা গেছে। প্রায় ৮-৯ বছর আগে এডিপি প্রকল্পের অর্থে রাস্তাটিতে ইটবিছানো করা হয়। এই রাস্তা দিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি এলাকার লোকজন চলাচল করেন।
সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি একাডেমিক ভবন নির্মাণ হচ্ছে। ভবনটি বিদ্যালয় মাঠের উত্তর দিকে গাংকুল গ্রামের একমাত্র চলাচলের রাস্তা ঘেঁষে তৈরি হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ গাংকুল গ্রামের রাস্তাটির মাঝখানে বেইজের জন্য গর্ত তৈরি করতে রাস্তাটির কয়েক শ’ ইট তুলে নিয়েছে। এতে এলাকার মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে অভিযোগকারী অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ চন্দ্র পাল বলেন, রাস্তাটির ইট তুলে নেওয়ায় আমাদের চলাচলের সমস্যা হচ্ছে। এ বিষয়ে প্রতিকার পেতে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।
জানতে চাইলে গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার মুঠোফোনে বলেন, বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে। ভবন নির্মাণ কাজের ঠিকাদার বলেছেন, যখন রাস্তাটিতে দিয়ে এক্সকাভেটর যাওয়া-আসা করবে তখন ইটগুলো নষ্ট হয়ে যাবে। ইটগুলো তুলে রাখলে ভালো থাকবে। পরে আবার লাগানো যাবে। তাই বিদ্যালয় পরিচালনা কমিটির সিন্ধান্তে ইটগুলো তুলে বিদ্যালয়ে রাখা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ.জে/বি এন-১১