মাদক মামলায় পরীমণিসহ ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৪, ২০২১
১১:৩৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২১
১১:৩৬ অপরাহ্ন



মাদক মামলায় পরীমণিসহ ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার (৪ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

অপর অভিযুক্তরা হলেন- পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম ও কবির হোসেন।

আদালতে চার্জশিট দাখিলের বিষয়ে পরীমণির আইনজীবী মুজিবুর রহমান বলেন, আমরা শুনেছি চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। তবে আমরা এখনো হাতে পাইনি। আমরা আদালত থেকে চার্জশিটের কপি নেব। তারপর যাচাই-বাছাই করে দেখব। পরীমণির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে কী হবে না, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

গত ২৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমণিকে তার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ জব্দ ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত।

আরসি-০৯