স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৮, ২০২১
০৮:৩৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৮, ২০২১
০৮:৩৯ অপরাহ্ন



স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা থেকে বার্লিনের উদ্দেশে রওনা হবেন।

শুক্রবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, বার্লিনের চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

তিনি বলেন, বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

বি এন-০৫