সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৯, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন
ঋতুবৈচিত্র্যের দেশে শরতের আগমনী বার্তা ইট-পাথরের নগরে বোঝার উপায় নেই। আর বোঝা গেলেও নগরজীবনের ব্যস্ততায় উৎসব আয়োজন করা হয়ে ওঠে না। তবুও কিছু আয়োজন নগরবাসীকে এখনও জানান দিয়ে যায়- ঋতুচক্রের আবর্তে প্রকৃতিতে এসেছে বর্ষা, বসন্ত কিংবা শীত। তেমনি একটি আয়োজন 'শরৎ উৎসব।'
আজ শুক্রবার (৮ অক্টোবর) শ্রুতি সিলেট আয়োজিত কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আগমনী আহ্বান অনুষ্ঠিত হয়েছে।
নীল-সাদা শাড়ি, খোঁপায়-হাতে ফুলের সাজ আর নাচে-গানে চলে শরৎবন্দনা। শ্রুতি সিলেট আয়োজিত শরৎ উৎসবের মূল অনুষ্ঠানে পরিবেশন করা হয় গান-কবিতা-নৃত্য। ছিল 'শরৎ কথন' পর্ব। এতে ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশের প্রকৃতির সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার পরিতোষ ঘোষ, বাংলা একাডেমির উপ পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।
শরৎ কথন পর্বে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব মাসুম আজিজুল বাসার, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত । স্বাগত বক্তব্য দেন শ্রুতি সিলেটের সদস্যসচিব সুকান্ত গুপ্ত।
তারা বলেন, সোনালি রোদ্দুরের ঝিলিমিলি আর রাতের জ্যোৎস্টম্নায় মাতোয়ারা মন। নদী তীরে বনের প্রান্তে অপরূপ শোভা ছড়ায় শুভ্র কাশফুল। শরতের কাশফুলে মুগ্ধ হয় না, এমন মানুষ খুঁজে পাওয়াও দুস্কর।
অর্ধদিবস ব্যাপী আয়োজনে সমবেত নৃত্য, সংগীত, আবৃত্তি পরিবেশন করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান বাংলাদেশ, নৃত্যশৈলী, ছন্দনৃত্যালয়, সুরেরভূবন, সুরসপ্তক। একক সংগীত পরিবেশন করেন শামীম আহমেদ, প্রদীপ মল্লিক, ইকবাল শাঁই, লিংকন দাশ প্রমুখ।
আরসি-০৮