সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৯, ২০২১
০৫:২১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২১
০৫:২১ অপরাহ্ন
রাজধানীর আমিনবাজার কয়লারঘাটে নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৯ অক্টোবর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৪ জন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আমিনবাজার এলাকায় কয়লার ঘাটে নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় কিছু জানা যায়নি।
আরসি-০৯