শুল্ক কমানো হলো পেয়াজ ও চিনির

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৪, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন



শুল্ক কমানো হলো পেয়াজ ও চিনির

পেয়াঁজ ও চিনির বাজার নিয়ন্ত্রণের জন্য শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দেশের বাজার স্থিতিশীল রাখবে পেঁয়াজ আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। চিনির রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণ শুল্ক (আরডি) ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চিনির নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পেঁয়াজের নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে গত ১১ অক্টোবর পেঁয়াজের শুল্ক প্রত্যাহার, অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল ও চিনির শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

আরসি-১৪