জৈন্তাপুরের সোহেলের ব্যারিস্টারি ডিগ্রি অর্জন

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ১৫, ২০২১
১১:৩২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২১
১১:৩২ অপরাহ্ন



জৈন্তাপুরের সোহেলের ব্যারিস্টারি ডিগ্রি অর্জন

যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত সিলেটের জৈন্তাপুর উপজেলার আবু সাদাত  মো. সোহেল (ডালিম) ‘ইউনিভার্সিটি  অব লন্ডন’ থেকে আইন পেশার সর্বোচ্চ ডিগ্রি  বিপিটিসি/ BPTC অর্থাৎ 'বার এট ল' /Bar-at-Law ডিগ্রি অর্জন করেছেন।

আবু সাদাত মো. সোহেল (ডালিম) এর পৈত্রিক নিবাস সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউপির হাজারী সেনগ্রামে। ওনার গর্বিত পিতা অবসর প্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ। ডালিম পিতা-মাতার ৩য় সন্তান। ছোট বেলা থেকেই ডালিম ছিলেন অত্যন্ত চঞ্চল ও মেধাবী।

উল্লেখ্য, আবু সাদাত মো. সোহেল (ডালিম) সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানার প্রথম ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন। ঐঅঞ্চল হতে পূর্বে আর কেউ-ই এই সম্মানজনক ডিগ্রিটি অর্জন করতে পারেননি।

ব্যারিস্টারী পাশের প্রতিক্রিয়ায় ডালিম জানান যে- ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের অশেষ দয়ায় এই ডিগ্রি অর্জন করতে পেরেছি। আমি, আমার বাবা-মা, ভাই-বোন-সহ আমার পুরো পরিবারের সবাই-ই খুবই খুশী অর্জনে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন-আমি যেন আমার অর্জিত সব জ্ঞান মানুষের উপকারে ব্যয় করতে পারি।

আরসি-২০