‘চালের দাম এশিয়ায় সবচেয়ে বেশি বাংলাদেশে’

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৫, ২০২১
১১:৫২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২১
১১:৫২ অপরাহ্ন



‘চালের দাম এশিয়ায় সবচেয়ে বেশি বাংলাদেশে’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ব‌লেছেন, এশিয়ার মধ্যে চালের দাম এখন সবচাইতে বেশি বাংলাদেশে। পেঁয়াজ, মরিচ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোতে হাত দিলে বিদ্যুতে যেমন শক করে তেমনই শক করে। গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। সুপেয় পানির দাম বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলা‌দেশ জাতীয় দলের উদ্যোগে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা সরকারের নিয়ন্ত্রণ তো দূরে থাক, সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। কথা বলার অধিকার নাই, গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই। আর সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে। কারণ তাদের লোকের পকেট যেন ভারী হয়। 

কুমিল্লার ঘটনার বিষয়ে তিনি বলেন, সরকার দেখাচ্ছে- এই দেশে সাম্প্রদায়িক যাই হোক আমরা কঠোর হস্তে দমন করতে পারি। 

আয়োজক সংগঠনের সভাপতি এহসানুল হক হুদার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

আরসি-২১