জুড়ী প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২১
০৪:৪০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২১
০৪:৪০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত মজমিল আলীর দুই ছেলের একদিনে মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এই ঘটনা ঘটে।
উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামে প্রবাসী আত্তর হোসেন বটই (৬৫) বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই সংবাদ শুনে তারই চাচাত ভাই নয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দ্বহপাড়া গ্রামের মৃত মখরম আলীর ছেলে হাবিবুর রহমান (৭০) হার্ট অ্যাটাক করে রাত ১১টা ৪০ মিনিটে উনার নিজ বাড়িতে তিনিও ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত আত্তর হোসেন বটই এর দুই ছেলে ও মৃত হাবিবুর রহমান এর তিন ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে চলে গেছেন।
পরে শুক্রবার(১৫ অক্টোবর) সকাল ১১টায় নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা মাঠে দুইভাই এর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। এতে জানাজার নামাজ পরিচালনা করেন মৃত হাবিবুর রহমানের মেয়ের জামাই। এতে সহস্রাধিক মানুষ জানাজায় অংশগ্রহণ করে শোক প্রকাশ করেন।
আরসি-০২