রাজনগর প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২১
০৫:৪৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২১
০৫:৪৬ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় স্বনামধন্য রাজনগর প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ‘২০২১ অর্জন করায় ঢাকায় কর্মরত জাতীয় প্রেসক্লাবের সদস্য ও রাজনগর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নিজামুল হক বিপুলকে রাজনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এই সংবর্ধনা দেয়া হয়। রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজনগর প্রেসক্লাবের আজীবন সদস্য ডা. একেএম জিল্লুল হক, মানবজমিনের জেলা প্রতিনিধি ও রাজনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুদ আহমেদ, সহ-সভাপতি আব্দুল আজিজ ও শংকর দুলাল দেব, শিক্ষক আ.ক.ম. মিজানুল হক রুহেল, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, মানবকন্ঠের স্টাফ রিপোর্টার সেলিম আহমদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তুহিন জুবায়ের, রাজনগর প্রেসক্লাবের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মুস্তাক আহমদ, এই বেলার স্টাফ রিপোর্টার সালাউদ্দিন, শিক্ষক রিবান বকস, পরিবেশকর্মী ফুয়াদ আহমেদ মুরাদ, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ ফুয়াদ হোসেন, সদস্য সাইদুল ইসলাম, সহযোগী সদস্য আলিম আল মুনিম সহযোগী সদস্য কামরান আহমদ প্রমুখ।
এস এফ/বি এন-০১