ওসমানী মেডিকেলের সাবেক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৭, ২০২১
০৫:০৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২১
০৫:১০ অপরাহ্ন



ওসমানী মেডিকেলের সাবেক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঢাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে জয়দেব কুমার দাশ দেবাশীষ (২৫) নামের এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নিকুঞ্জ আবাসিকের ১৫ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দেবাশীষ কিছুদিন আগে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। সম্প্রতি ঢাকায় এসে নিকুঞ্জ আবাসিকের ১৫ নম্বর সড়কের ওই ফ্ল্যাটে উঠেছিলেন তিনি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ জানান, ওই ভবনের বিভিন্ন ফ্ল্যাটে চিকিৎসকরা মেস করে থাকেন। অষ্টম তলার একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে শনিবার রাতে প্রতিবেশীরা থানায় খবর দেয়।

তিনি বলেন, পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে খাটের ওপর থেকে দেবাশীষের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহে পচন ধরেছিল।

ওসি বলেন, ‘ভবনের নিরাপত্তাকর্মী জানিয়েছে, দেবাশীষকে তিন দিন সে বাসা থেকে বের হতে দেখেনি।

দেবাশীষের মৃতদেহের পাশে সিরিঞ্জ ছিল। ওই কক্ষে কিছু আলামত পাওয়া গেছে। এতে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।


এএফ/০১