সাম্প্রদায়িক শক্তি বুঝে ফেলেছে সরকারকে ভোটে হারানো যাবে না

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৮, ২০২১
০২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২১
০২:৫৭ পূর্বাহ্ন



সাম্প্রদায়িক শক্তি বুঝে ফেলেছে সরকারকে ভোটে হারানো যাবে না

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক শক্তি কিন্তু তৎপর। তারা বুঝে ফেলেছে যে শেখ হাসিনা সরকারকে ভোটে হারানো যাবে না, এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে জনগণ সাড়া দেবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ‘স্বপ্ন ও সম্ভাবনা স্ফুলিঙ্গ-শেখ রাসেল’ শীর্ষক আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি, শিক্ষা উপকরণ ও দরিদ্র তহবিলে বিশেষ অনুদান বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

আজ রবিবার (১৭ অক্টোবর) এ কর্মসূচির আয়োজিত হয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে৷

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন,  বাংলাদেশের উন্নতিকে বিরোধী পক্ষ সহ্য করতে পারছে না। পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পাচ্ছে সে স্বীকৃতি বিএনপি মেনে নিতে পারছে না। দেশে এখনো নির্বাচন হলে শেখ হাসিনাই বিজয়ী হবে।  

ছাত্রলীগকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের বাতাসে এখন অনেক ষড়যন্ত্র। এই ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনেক কুচক্রী মহল তৎপর। তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকতে হবে বাংলাদেশ ছাত্রলীগকে। একাত্তরের পরাজিত শক্তিই পচাত্তরের হত্যাকাণ্ড করেছিল। নারী ও শিশুদের হত্যা করেছিল। এরা বিষধর সাপের মতো, সুযোগ পেলেই ছোবল মারবে।

সম্প্রতি সাম্প্রদায়িক হামলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি কিন্তু তৎপর। তারা বুঝে ফেলেছে যে শেখ হাসিনা সরকারকে ভোটে হারানো যাবে না, এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে জনগণ সাড়া দেবে না। এবার আরো সতর্ক হওয়া উচিত ছিল কিন্তু প্রধানমন্ত্রীর হুঁশিয়ারী উচ্চারণ করার পরও তারা দুঃসাহস করেছে। দু-একটা জায়গায় সহিংসতার যে চেষ্টা করেছে সেটিতে তারা ব্যর্থ হয়েছে। এখন আমরা সতর্ক। আর কোথাও এই ধরনের অপশক্তিকে মাথা তুলতে দেওয়া হবে না। যারা সাম্প্রদায়িকতা বিনষ্টের অপকর্মে লিপ্ত তারা কেউ রেহাই পায়নি।  

সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হালিম।

আরসি-২৭