রাজনগরে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময়

রাজনগর প্রতিনিধি


অক্টোবর ২০, ২০২১
০৫:৫৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২১
০৫:৫৮ পূর্বাহ্ন



রাজনগরে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময়

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই মতবিনিময় সভা আয়োজিত হয়।

এসময় বিভিন্ন ইসলামিক ও সনাতন নেতৃবৃন্দ এবং উপজেলার সব কওমি মাদরাসার পরিচালক ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তাদের সমন্বয়ে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভীবাজার জেলা খেলাফত সভাপতি মাওলানা আহমদ বিলাল, আল ইসলাহের উপজেলা সভাপতি  মাওলানা নজরুল ইসলাম, ইটা চা বাগান মাদরাসার হাফিজ আব্দুর রহিম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণু দত্ত, পূঁজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষেতকি রঞ্জন ভট্টাচার্য, সম্পাদক অসিত দেব, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবদুল কাইয়ূম, উপজলো যুবলীগের সভাপতি আবদুল কাদির ফৌজি, ছত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু। 

আরও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবু সুত্রধর, অফিসার্স ইনচার্জ (তদন্ত) মো. ফরিদ উদ্দীন, উত্তভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শহিদুজ্জামান সালিক, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওলীদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির শাইস্তা প্রমুখ।

এসএফআর/আরসি-০৩