ফের পেছালো এসকে সিনহাসহ ১১ আসামীর মামলার রায়

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২১, ২০২১
০৩:৪৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২১
০৩:৪৫ অপরাহ্ন



ফের পেছালো এসকে সিনহাসহ ১১ আসামীর মামলার রায়

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে হওয়া মামলায় রায়ের দিন আবারও পিছিয়েছে। রায়ের জন্য নতুন করে আগামী ৯ নভেম্বর ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম নতুন এই দিন ধার্য করেন। 

এর আগে গত ৫ অক্টোবর রায়ের দিন ধার্য ছিল। তবে বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন রায়ের জন্য ২১ অক্টোবর দিন ধার্য করেন।

এ মামলার অপর আসামিরা হলেন ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, নিরঞ্জন চন্দ্র সাহা, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, রণজিৎ চন্দ্র সাহা ও তাঁর স্ত্রী সান্ত্রী রায়।

আরসি-০৩