বিনোদন ডেস্ক
অক্টোবর ২১, ২০২১
০৪:০১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২১, ২০২১
০৬:১৭ অপরাহ্ন
অভিনেতা-নাট্যকার কায়েস চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার রাত ৭টা ৩০ মিনিটে রাজধানীর নিজ বাসায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন কায়েস চৌধুরী।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, 'আমাদের সবার অতি আপনজন কায়েস চৌধুরী আজ না ফেরার দেশে চলে গেলেন। আরও একটি শূন্যতা তৈরি হলো।'
প্যাকেজ নাটকের শুরুর সময় থেকেই নাট্যকার হিসেবে পরিচিতি লাভ করেন কায়েস চৌধুরী। নাট্যপরিচালক হিসেবেও আলোচনায় আসেন ওই সময় থেকেই।
অভিনয় ও নাটক পরিচালনা ছাড়াও শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
বিটিভির আলোচিত ধারাবাহিক নাটক 'না'-এর নাট্যকার ও পরিচালক ছিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেন—তানিয়া আহমেদ, টনি ডায়েস ও সমু চৗধুরী প্রমুখ। প্যাকেজ নাটক শুরুর পর থেকে অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক ছিল 'না'।
আরসি-০১