নিরাপদ সড়কের দাবিতে মৌলভীবাজার পুলিশের পথসভা, র‌্যালী

মৌলভীবাজার প্রতিনিধি


অক্টোবর ২২, ২০২১
০৯:০৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২১
০৯:০৬ অপরাহ্ন



নিরাপদ সড়কের দাবিতে মৌলভীবাজার পুলিশের পথসভা, র‌্যালী

আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে পুলিশের র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২ অক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে র‌্যালী বের করে জেলা পুলিশ। এতে জেলা পুলিশের সকলস্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে শহরের চৌমোহনা এলাকায় জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।

এ সময় বক্তারা বলেন, অকালে তাজা প্রাণ যাতে সড়কে না ঝরে পড়ে। এ ব্যাপারে প্রশাসন, সরকারের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন সকলের সমন্বয় জোরদার করা প্রয়োজন। সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে এবং আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

এস এইচ/বি এন-০৯