জুড়ী প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২১
০৪:৩৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৫, ২০২১
০৪:৩৮ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখার পরিচিত মুখ, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদ উদ্দিন (বটল) আর নেই।
আজ সোমবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদ উদ্দিন বটল অবিভক্ত বড়লেখা-জুড়ীর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ব্যাপকভাবে উন্নয়ন কর্মকান্ড করায় মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। সততা, সাদাসিধা জীবনযাত্রা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তিনি ছিলেন অনন্য। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানেই জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
মহান আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
আরসি-০৭