আইসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৬, ২০২১
১২:০১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২১
১২:০১ পূর্বাহ্ন



আইসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে কেবিনে নেওয়া হয় বলে খালেদা জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান।

আজ সোমবার (২৫ অক্টোবর) দুপুরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়। সেখান থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, বায়োপসির পর নিয়মানুযায়ী ম্যাডামকে পর্যবেক্ষণের জন্য আইসিউতে রাখা হয়। এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে কেবিনে নেওয়া হয়। 

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুদিন আগে থেকে তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছিল।

আরসি-১৬