বড়লেখায় যুক্তরাজ্য গমন উপলক্ষে ব্যবসায়ীকে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি


অক্টোবর ২৭, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন



বড়লেখায় যুক্তরাজ্য গমন উপলক্ষে ব্যবসায়ীকে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখার তরুণ ব্যবসায়ী ইফতে খায়রুল বাসার বাবলুকে যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) রাতে বড়লেখা মিডিয়া সেন্টারে ফ্রেন্ডস ক্লাব এই সংবর্ধনার আয়োজন করে।

সাংবাদিক তপন কুমার দাসের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য দেন ব্যবসায়ী আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, সাংবাদিক এ.জে লাভলু, শিক্ষক সাইদুর রহমান বাবর, ফ্রিল্যান্সার তাওহিদ সারোয়ার মান্না, নয়ন আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, ব্যবসার পাশাপাশি কারও কোনো বিপদে-আপদে বাবলু নিভৃতে তাদের পাশে দাঁড়িয়েছেন; সহায়তা করেছেন। প্রবাসী পাড়ি দিলেও তিনি দেশের জন্য; দেশের মানুষের জন্য আরো বেশি কাজ করবেন। বক্তারা প্রবাস জীবনে বাবলুর সফলতার পাশাপাশি দীর্ঘজীবন কামনা করেন।

এজেএল/আরসি-২০