রাজনগরে তৃতীয় পর্যায়ের কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

রাজনগর প্রতিনিধি


অক্টোবর ২৭, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন



রাজনগরে তৃতীয় পর্যায়ের কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রযুক্তি হস্তান্তরের জন্য তৃতীয় পর্যায়ের এক দিনের কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) এনএটিপি হল রুমে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীলিপ কুমার অধিকারী, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুর বারি, মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সামছুদ্দিন আহমদ, কৃষক পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর প্রকল্প পরিদর্শক কুতুব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ইফাতআরা ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা কৃষক লীগের সভাপতি মাহমুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিদর্শক ও উপজেলার ৮ ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী।

প্রশিক্ষণে ধান, সবজি, শস্যসহ সব প্রকার কৃষিজাত উদ্ভিদের রোগ বালাইের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। রোগের কারণ ও সমাধানের প্রযুক্তিগত বিষয়াদি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। কিটনাশক ব্যাবহার ও বর্জনের নিয়ম কানুন সম্পর্কে জানানো হয়। ঋতুভেদে কোন ফসল উৎপাদন করতে হবে এবং তার রোগবালাই, পোকার আক্রমণ, পোকার নাম ও কারণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

এসএফ/আরসি-২৫