মধ্যনগরে শান্তি ও সম্প্রীতির র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


অক্টোবর ২৮, ২০২১
১২:২৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২১
১২:২৪ পূর্বাহ্ন



মধ্যনগরে শান্তি ও সম্প্রীতির র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুণ্ডা বাজারে শান্তি ও সম্প্রীতির র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাস্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে এই র‌্যালি আয়োজিত হয়।

আজ বুধবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার বংশীকুণ্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের হয়ে ওই বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলার বংশীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত  সমাবেশে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদা আহমেদ, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মনীন্দ্র চন্দ্র সরকার, মধ্যনগর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান প্রমুখ।

আরসি-১৬