‘নির্বাচন কীভাবে হবে তা বলে দেওয়া বিদেশিদের কাজ নয়’

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৮, ২০২১
০৩:০৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২১
০৩:০৮ পূর্বাহ্ন



‘নির্বাচন কীভাবে হবে তা বলে দেওয়া বিদেশিদের কাজ নয়’

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে তা বলে দেওয়া বিদেশিদের কাজ নয়। তবে নির্বাচনী প্রক্রিয়া যাতে স্বচ্ছ থাকে, সেটি গুরুত্বপূর্ণ।

আজ বুধবার (২৭ বুধবার) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন হাইকমিশনার।

নির্বাচনে সব দল, প্রার্থী ও ভোটারের অংশগ্রহণ জরুরি উল্লেখ করে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, নির্বাচনের পুরো প্রক্রিয়ার ওপর আস্থা থাকতে হবে। পুরো বিষয়টি নিজেদের মতো করেই করবে বাংলাদেশের জনগণ।

তিনি আরও বলেন, সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আগামী জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেটি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডিকাব সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীন।

আরসি-২৪