নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২১
০২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২১
০২:৫৬ পূর্বাহ্ন
সিলেট নগরে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ১০ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের লালদিঘিরপাড়ের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের লালদিঘিরপাড়ের ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় হোটেলটির মালিক তাজু ওরফে কানা তাজুর (৫৫) হোটেল থেকে ম্যানেজার নুরু মিয়া (৩৫)সহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত অন্যরা হলো জাকির আহমদ (২২), পিন্টু দাস (৩০), মো. সাজু মিয়া (২৬), মো. মইনুল হক (৩৯), শুভ দাস (২০), আরও চার নারী। তাদের গ্রেপ্তারকালে বর্ণিত হোটেলের মালিক ১১। এসময় হোটেলটির মালিক তাজুসহ অজ্ঞাত আরও ২ থেকে ৩ জন সেখান থেকে পালিয়ে যায়।
হোটেলের মালিকসহ অপরাধীদের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় মামলা দায়েরে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
আরসি-১৭