নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২১
০৬:৩৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২১
০৬:৪০ পূর্বাহ্ন
দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শিল্প উদ্যোক্তাদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রবর্তিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার-২০২০’ অর্জন করেছে সিলেটের কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলতায়নে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি আলীম ইন্ডাস্ট্রিজের কর্ণধারদের হাতে তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
পুরস্কার গ্রহণ করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, শিল্প সচিব জাকিয়া সুলতানা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী উপস্থিত ছিলেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ‘এ পুরস্কার প্রদানের অন্যতম লক্ষ্য হলো বঙ্গবন্ধুর শিল্প পরিকল্পনার মাধ্যমে দেশে শিল্পায়নের যে সূচনা হয়েছিল সে অবদানকে স্মরণীয় করা। প্রতিবছর এ পুরস্কার দেওয়া হবে। শিল্পক্ষেত্রে অবদান রাখা বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, হাইটেক, হস্ত ও কারুশিল্প এবং কুটির শিল্পের সঙ্গে জড়িত নির্বাচিত শিল্প উদ্যোক্তা বা শিল্পপ্রতিষ্ঠানকে প্রতি বছর এ পুরস্কার প্রদান করা হবে।’
এ বছর দুটি ক্যাটাগরিতে যৌথভাবে দুটি করে প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মোট ২৩টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। শিল্প উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে শিল্পখাতে তার সামগ্রিক অবদানকে বিবেচনা করা হয়েছে। শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বার্ষিক টার্নওভার, আমদানি হ্রাস, আমদানি বিকল্প পণ্য উৎপাদন, স্থানীয় কাঁচামাল ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক দায়িত্ব পালন, নিষ্কণ্টক ভূমি ও ভূমির পরিকল্পিত ও দক্ষ ব্যবহার, পরিবেশ সংরক্ষণ প্রভৃতি ক্ষেত্রে অবদান বিবেচনা করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে সিলেটের গোটাটিকর বিসিক শিল্প নগরীতে শিল্প উদ্যোক্তা এমএ আলীম চৌধুরীর প্রতিষ্ঠিত আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিগত তিন দশকেরও বেশি সময় ধরে কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও কৃষি যন্ত্রপাতি তৈরিতে অবদান রেখেছে। কৃষিপ্রযুক্তি খাতে বাংলাদেশের এ প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইতোপূর্বে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকও অর্জন করেছে।
আরসি-০৮