জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ২৯, ২০২১
০৬:৪৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২১
০৭:২২ অপরাহ্ন



জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন ৷  আজ শুক্রবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলং থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা-মেট্রে-ল- ২৯-৫৪৩৩) এর সঙ্গে সিলেট থেকে সবজি নিয়ে দরবস্ত বাজারের উদ্দ্যেশে আসা সিএনজি অটোরিকশাটির হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে ৷ এতে ঘটনাস্থলে ২জন নিহত হন ৷

নিহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন ওরফে হোসেন আহমদ (৩৫) এবং অপরজন হলেন একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯)৷ 

এসব তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ জানান, খবর পেয়ে তিনি পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান। পরে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন৷

হাইওয়ে পুলিশের নিকট লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি৷ 

আরকেএস/আরসি-১১