নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২১
১০:১২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২১
১২:১৯ পূর্বাহ্ন
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের লাইট বিকল হওয়ার কারণে ১৬ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। এতে করে সিলেট থেকে কোনো যাত্রী ঢাকায় যেতে পারেননি। একইভাবে ঢাকা থেকে কোনো বিমান সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসতে পারেনি। ফলে ওসমানী ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছিলেন অনেক যাত্রী।
সিলেট বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের লাইট বিকল হয়ে পড়ে। ফলে নিরাপত্তা ইস্যুতে সিলেট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো ফ্লাইট ছেড়ে যেতে পারেনি। একই কারণে ঢাকা থেকেও কোনো ফ্লাইট সিলেটের উদ্দেশ্যে ছাড়েনি।
এ সমস্যা সংকটে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ কাজ শুরু করলে গভীর রাতে গিয়ে সংস্কার কাজ শেষ হয়। তবে এদিন আর বিমান চলাচল শুরু করা যায়নি। পরে আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বিমান চলাচল শুরু হয়। এতে করে সিলেট ও ঢাকা বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় থাকা যাত্রীরা ভোগান্তি শেষ হয়।
সূত্র আরও জানায়, প্রতিদিন সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। একই ফ্লাইট রাত ৮টা ২০ মিনিটে সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে সন্ধ্যা সাতটায় নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ফ্লাইটটি রাত আটটা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যায়। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের লাইট বিকল হওয়ায় নিরাপত্তাজনিত কারণে এ সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়।
এদিকে বিমান চলাচল বন্ধ থাকায় সিলেটে ও ঢাকা বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীরা পড়েন বিপাকে। অনেকেই বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত লেখা পর্যন্ত বিমানবন্দরে অবস্থান করছিলেন। তবে সিলেট বিমানবন্দরের অপেক্ষমান যাত্রীদের রাত ১২টার দিকে ইউএস বাংলা ও নভোএয়ার জানিয়ে দেয়, আজ শুক্রবার সকালে তারা ফ্লাইট দুটি পরিচালনা করবে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সিলেট মিররকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেল থেকেই বিমানবন্দরের রানওয়ের লাইটে সমস্যা দেখা দেয়। যেহেতু সন্ধ্যার পর বিমান অবতরণ ও উত্তরণে রানওয়ের লাইট খুব জরুরী তাই নিরাপত্তা কারণে দুটি ফ্লাইট বাতিল করা হয়।’
তবে বৃহস্পতিবার রাতেই সংস্কার কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ত্রুটি পাওয়ার পর থেকেই আমরা এটি সংস্কারে কাজ শুরু করি। রাতেই সংস্কার কাজ শেষ হয়ে যায়। আজ শুক্রবার সকাল থেকে ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে। বৃহস্পতিবারের বাতিল হওয়া উএস বাংলা ও নভোএয়ারের দুটি ফ্লাইট আজ পরিচালনা করা হয়। তারা রাতেই যাত্রীদের বিষয়টি অবহিত করে দেয়।’
এনএইচ/আরসি-১৭