সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ৩০, ২০২১
০১:৩১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২১
০১:৩১ পূর্বাহ্ন
সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। স্মরণাতীত কাল থেকে আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতি বিদ্যমান। এর ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে।’
আজ শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সব ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষের বসবাস। সে সুবাদে প্রত্যেকে তার নিজ ধর্ম নির্বিঘেœ পালন করার অধিকার রাখে। কেউ যদি কোনোভাবে গুজব রটিয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায়, তবে দেশপ্রেমিক শক্তিকে এদের প্রতিহত করতে হবে।’
এমপি হাবিব বলেন, ‘পবিত্র ইসলাম ধর্মেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সুষ্পষ্ট নির্দেশ রয়েছে। আমাদের মহানবী হযরত মোহাম্মদ (স.) এ ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়ে গেছেন। তাই দেশের সংবিধানের দিক নির্দেশনা এবং ধর্মীয় বিধিনিষেধ অনুযায়ী আমাদের নিরবচ্ছিন্ন ধর্মচর্চা অব্যাহত রাখতে হবে।’ আমার নির্বাচনী এলাকা সিলেট ৩ আসনকে ধর্মীয় সম্প্রীতির একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস্, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার সাব্বির আহমদ, ইমাম মাওলানা জিল্লুর রহমান, শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, সিলশ্রী অরগ ব্রম্মচারী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক রজত কান্তি ভূলন, রেহান আহমদ প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরসি-২৫