সিলেট নগরে শনিবার ৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ৩০, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২১
০৫:১৮ পূর্বাহ্ন



সিলেট নগরে শনিবার ৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

উন্নয়নকাজের জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় শনিবার ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

বিউবোর বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সিলেট এমসি কলেজ উপকেন্দ্র ৩৩/১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলো হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মিতালীটিলা, খরাদিপাড়া, রাজবাড়ি, দর্জিপাড়া, কুমারপাড়া, নাইরওপুল, চারাদিঘীরপাড়া, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মীরবক্সটুলা, জিন্দাবাজার, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড।

বিএ-০১