দেশে স্তন ক্যানসারে বছরে ৬ সহস্রাধিক নারীর মৃত্যু হয়

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ৩০, ২০২১
০৫:১২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২১
০৫:৩৪ পূর্বাহ্ন



দেশে স্তন ক্যানসারে বছরে ৬ সহস্রাধিক নারীর মৃত্যু হয়
সিলেটে আলোচনা সভায় বক্তারা

বাংলাদেশে প্রতিবছর ৬ হাজারেরও বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুক্রবার (২৯ অক্টোবর) নগরের দরগাহ গেইটস্থ একটি হোটেলে ‘ব্রেস্ট ক্যান্সার সারভাইবার্স অব সিলেট’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানান।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর ১৩ হাজারেরও বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। মারা যান ৬ হাজার ৭৮৩ জন। এটা মোটেও সুখকর নয়।’

দেশে প্রথমবারের মতো (২০১৬-২০২১) গত ছয় বছরে স্তন ক্যান্সার থেকে সুস্থ হওয়া নারীদের নিয়ে সচেতনতামূলক এ সভায় বক্তারা বলেন, জীবনাচরণে এবং খাদ্যাভ্যাসের কারণে স্তন ক্যান্সার হতে পারে। রক্ষণশীলতার কারণে আমাদের নারীরা এ রোগ সম্বন্ধে কাউকে কিছু জানাতে চান না। এ কারণে ঝুঁকি বাড়ে, শেষ পর্যায়ে জানালেও চিকিৎসা ব্যয়বহুল হয়। তবে, প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত করা গেলে ৯৫ শতাংশ স্তন ক্যান্সার নিরাময় সম্ভব।’

নর্থইষ্ট মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ব্রেস্ট ক্যান্সার সারভাইবার প্রকৌশলী অনিকা রয়-এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জাারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. ডিএ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দীলিপ, ডা. শারফিন, ডা.পারভিন আক্তার, ডা. নাহিদ ইলোরা প্রমুখ।


স্বাগত বক্তব্য দেন, নর্থইষ্ট মেডিকেল কলেজের সহয়োগী অধ্যাপক ডা. দেবাশীষ পাটোয়ারী। ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা দেন, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, অধ্যাপক ডা. এমএ হাই, শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, ডা.ফারজানা রেজোয়ান প্রমুখ।

এ রোগ নিরাময়ে নারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘উপসর্গ দেখা দিলে প্রাথমিক পর্যায়ে যদি রোগীরা চিকিৎসকের পরামর্শ নেন এবং দ্রুত শনাক্ত হলে ৯৫ শতাংশ স্তন ক্যানসার নিরাময় সম্ভব। আমাদের দেশে নারীরা শরীরে প্রাথমিক লক্ষণ দেখার পরও বিষয়টি গোপন রাখেন। বেশিরভাগ রোগী চিকিৎসকের শরণাপন্ন হন একেবারে শেষ পর্যায়ে। তখন চিকিৎস্যা ব্যয়বহল হয়ে যায়। এ জন্য তারা নিয়মিত চিকিৎসাও চালাতে পারেন না।’

আরসি-০৩