বিশ্বনাথ প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২১
০৯:৩৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২১
১১:৪৪ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে ছোট বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মায়ের করা মামলায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
ভিকটিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে ।
গত শুক্রবার (২৯ অক্টোবর) ভোররাতে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রাব্বি মিয়া (২৮), মমিন আহমদ (২০)। গ্রেপ্তারকৃতরা রহমাননগর গ্রামের আলী জব্বারের ছেলে ও ভিকটিমের আপন ভাই।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমান নগর গ্রামের আলী জব্বারের স্ত্রী মন বিবি ছেলে—মেয়েকে নিয়ে একই ঘরে বসবাস করে আসছিলেন।
মায়ের অগোচরে ছেলে রাব্বি মিয়া (২৮) ও মমিন আহমদ (২০) তাদের ১৫ বছর বয়সি কিশোরী ছোটবোন কে ভয়ভীতি দেখিয়ে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করতো। গত শুক্রবার ভোররাতে ঘুমন্ত ছোট বোনকে মমিন আহমদ ধর্ষণ করার চেষ্টা করলে সে চিৎকার দেয়। এসময় তার মা ছুটে গেলে সটকে পড়ে সে।
তখন ভিকটিম জানায়, এর আগেও গত ২১ অক্টোবর ভোররাতে তাকে ধর্ষণ করে তার আপন বড়ভাই রাব্বি মিয়া। লোকলজ্জার ভয়ে সে ঘটনাটি কাউকে বলেনি।
পরে নিজ ছেলেদের অভিযুক্ত করে ওইদিন বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা (নাম্বার-১২) দেন মা মন বিবি। পরে তাৎক্ষণিক অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) মো. মানুনুর রশীদ বলেন, অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
এম এ/ বি এন-১২