জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে তথ্য চাইলো শাবিপ্রবি

শাবি প্রতিনিধি


অক্টোবর ৩০, ২০২১
১১:০৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২১
১১:০৯ অপরাহ্ন



জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে তথ্য চাইলো শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ কোভিড-১৯ টিকা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের জন্য তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ এর টিকা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের তথ্য প্রদান করতে নির্দেশ দেওয়া যাচ্ছে। যাদের এনআইডি নেই তাদেরকে আগামী ৪ নভেম্বরের মধ্যে নিম্নোক্ত তথ্যসমূহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ শাখায় প্রেরণ করার নিদের্শ দেওয়া হয়েছে। 

এনআইডির জন্য আবেদন করতে প্রথমে services.nidw.gov.bd ওয়েবসাইটে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে ভোটার ফরম পূরণ করে ফরম ডাউনলোড করে প্রিন্ট কপি জমা দিতে হবে। এ ফরম পূরণ করার সময় পিতা-মাতার এনআইডি নম্বর দিতে পারবেন শিক্ষার্থীরা। তবে এটি দিতে বাধ্যবাধকতা নেই। এছাড়া আবেদনকারীর জন্ম সনদ, এসএসসি/সমমানের সনদ ও বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে বলা হয়েছে।

এইচএন/বিএ-০১