দক্ষ জনশক্তি গড়তে কাজ করছে উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ৩১, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন



দক্ষ জনশক্তি গড়তে কাজ করছে উন্নয়ন কর্তৃপক্ষ
টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে দুলাল কৃষ্ণ সাহা


জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা বলেন, ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলার জন্য কাজ করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনশক্তিকে সম্পদে পরিণত করার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার নগরের সুবিদবাজারে অবস্থিত টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। এ সময় ইনস্টিটিউটটি মানসম্মত প্রশিক্ষণ প্রদান করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সেলিব্রিটি শেফ টনি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক কে. এম. তারিকুল ইসলাম ও সুইস কন্টাক্টের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান। উপস্থিত ছিলেন, ইনস্টিটিউটের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমদ, পরিচালক তামিম বিন ইমদাদ ও মালেকুল হক।

এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক কে.এম. তারিকুল ইসলাম বলেন, টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রশিক্ষণের আয়োজন দেখে আমি মুগ্ধ।

মুজিবুল হাসান বলেন, প্রশিক্ষণের বিকল্প নাই। আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে অনুগঠকের ভূমিকা পালন করছি। স্থানীয় জনসাধারণের এই সুযোগ গ্রহণ করার আহবান জানান তিনি।

উল্লেখ্য, ইনস্টিটিউটে তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেভরনের আর্থিক সহযোগিতায় আন্তার্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা সুইস কন্টাক্টের উত্তরণ প্রকল্পের আওতায় উন্নত জীবনের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য ৩ মাস মেয়াদী হাউজ কিপিং কোর্স চলছে। 

এএন/০৫