নিহত রাহাতের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ৩১, ২০২১
১২:২২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২১
১২:২২ পূর্বাহ্ন



নিহত রাহাতের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী নিহত আরিফুল ইসলাম রাহাতের রুহের মাগফেরাত কামনা করে দক্ষিণ সুরমা কলেজের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে কলেজ অডিটরিয়ামে এই মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন দারুস সালাম মসজিদের খতিব হাফিজ মাওলানা আহমেদ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, অধ্যাপক শাহানা বেগম (খন্ড), অধ্যাপক মো. মতিউর রহমান, সহযোগী অধ্যাপক সাব্বির আহমদ, মো. আশরাফুল হক, রাহেনা হক, ছালমা ইয়াসমিন, রওনক জাহান বেগম, মতিলাল দাশ, মো. মুহিবুর রহমান, মো. আতাউর রহমান, সহকারী অধ্যাপক জয়নুল ইসলাম, শ্যামলী চক্রবর্ত্তী, সুভাষ চন্দ্র সাহা, মো. শফিকুল ইসলাম, নাফিস সাকিনা, কাজরী রানী ধর, কানিজ ফাতেমা, সুপ্তা রানী চৌধুরী, পলাশ রঞ্জণ দাস, মো. ময়নুল হক, প্রভাষক মো. আমিনুর রহমান, শাহেদ আহমদ, মোহাম্মদ আব্দুল বাতেন, আলতাফ হোসেন, ফাতেমা খানম, মো. শাহরিয়ার খান, মাহবুবা বেগম, বিশ্বজিৎ দাস, হুমায়রা বেগম, মো. আতাউর রহমান ভূঞা, শিল্পী মালাকার, শুকরিয়া জাহান, সোনিয়া অর্জুন, দীপক চন্দ, নুরজাহান খাতুন, মাহমুদা আক্তার, মো. গিলমান আলী, আব্দুর নূর শামীম, খালেদ আহমদ, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুসরাত ফাতেমা, নুরুজ্জামান কোরেশী, সৈয়দা মোমেনা বেগম লিমু, রেজওয়ানা তসনিম, মোস্তাফিজুর রহমান, সুমন রায়, মো. মুহিবুর রহমান, সামিয়া তাহসিন আলম, পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, প্রদর্শক সাঈদা বানু হাজারী, শ.চ.শি. মুহাম্মদ আব্দুছ ছাত্তার, সহগ্রন্থাকার বিপ্লব কুমার দাস।

নিহত আরিফুল ইসলাম রাহাতের পরিবারের পক্ষ থেকে চাচা শফিকুল ইসলাম, লোকমান হোসেন, কামরুল ইসলাম এবং দক্ষিণ সুরমা থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ এস আই এনায়েত করিম। এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের শির্ক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরসি-১১