সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ৩১, ২০২১
১২:৩০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২১
১২:৩০ পূর্বাহ্ন
শারদীয় দূর্গা উৎসবে দেশের বিভিন্ন স্থান সংগঠিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রতীক এন্দ’র পরিচালনায় অনুষ্ঠানে সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম সেলিম, সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি রানা কুমার সিনহা, শিক্ষাবিদ প্রণব কান্তি দেব, চলচ্চিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, বিশিষ্ট নৃত্য শিল্পী সান্তনা দেবী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আরসি-১৩